
নিজস্ব প্রতিবেদক: নানাবাড়িতে বেড়াতে এসে হাওরের পানিতে ডুবে জান্নাত আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙালপাড়া ইউনিয়নের নোয়াগাঁও এলাকায়। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জান্নাত আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলি গ্রামের প্রবাসি রফিকুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মায়ের সাথে শিশু জান্নাত অষ্টগ্রামের নোয়াগাঁও গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার বেলা ১১টার দিকে বাড়ির আঙ্গিনায় জান্নাতকে রেখে তার মা ঘরের ভিতরে যান। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের হাওরের পানিতে তাকে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে বেলা ১২টার দিকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: