
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর গলাচিপায় বাবার বাড়িতে বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে নববধূ কবিতা আক্তার (১৯) আত্মহত্যা করেছেন। শনিবার (৮ জুলাই) রাতে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরবিশ্বাস ইউনিয়নে এ ঘটনা ঘটে। কবিতা ওই এলাকার মৃত সিদ্দিক খানের ছোট মেয়ে।
পুলিশ ও পারিবারিকসূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের চরচন্দ্রাইল গ্রামের মৃত কাশেম হাওলাদারের ছেলে মো. আল-আমিন হাওলাদারের (৩০) সঙ্গে দুই মাস আগে কবিতার বিয়ে হয়। কয়েক দিন আগে কবিতা স্বামীসহ বাবার বাড়িতে বেড়াতে আসেন। এ সময় তার অন্য বোনেরাও বেড়াতে আসেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে পরিবারের লোকজন কবিতাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে বসত ঘরের পশ্চিম পাশে নানির খালি ঘরের আড়ার সঙ্গে গলায় রশিতে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় বাড়ির লোকজন এসে রশি কেটে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শাহিন তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কবিতার মা সালেহা বেগম বলেন, কবিতার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কোন এক অদৃশ্য শক্তি বাড়ির লোকজনকে রশিতে টানে। ৪-৫ দিন ধরে কবিতা রাতে স্বপ্নে দেখে কে যেন তাকে ডাকে। বংশগতভাবে মানসিক সমস্যার কারণে কবিতা আত্মহত্যা করেছে। এর আগেও কবিতার বাবাসহ বাড়ির আরও ৪-৫ জন এভাবেই গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ বলেন, আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আত্মহত্যার কারণ জানা যাবে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: