
নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের জাজিরায় বুধবার পারিবারিক কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী সাথে পারিবারিক কলহের জের ধরে ঘরের দরজা আটকিয়ে জসিম হাওলাদার (৩৬) তার স্ত্রী তানিয়া বেগমকে (৩২) শাবল দিয়ে পিটিয়ে হত্যা করে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এই ঘটনায় ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। এখনো কোন মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: