ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৫ জুন ২০২৩ ২০:১২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৫ জুন ২০২৩ ২০:১২

ছবি সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ-হাটিকুমরুল মহাসড়কের নলকা সেতুর পাশে এ দূর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন মহিলা ও একজন শিশু। তাদের পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে হাটিকুমরুলগামী একটি যাত্রীবাহী লোকাল একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক জন মারা যায়। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া পর অপর দুই জন মারা যায়।



আপনার মূল্যবান মতামত দিন: