ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সোনাগাজীতে মা ও শিশুর লাশ উদ্ধার

আল আমিন | প্রকাশিত: ৬ জুন ২০২৩ ০০:৩২

আল আমিন
প্রকাশিত: ৬ জুন ২০২৩ ০০:৩২

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: ফেনীর সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের একটি ঘর থেকে মা ও শিশু সন্তানের মৃতদেহ পাওয়া গেছে। এ সময় আহত ১৩ মাসের শিশু আরাফাতকে স্থানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

মৃতরা হলেন বিবি হাজেরা খাতুন মনি (২৮) ও তার শিশু সন্তান ইমরান হোসেন ইয়ামিন (৬)।

সোমবার বেলা ১২টার দিকে আমিরাবাদ ইউনিয়নের ৪ নম্বর চরডোব্বা কমলা নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক হিরন দুইজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ময়নাতদন্ত রুপোর্ট ছাড়া এখনও কিছু বলা যাবে না।

স্থানীয়রা জানান, বিবি হাজেরা খাতুনের মৃতদেহ গলায় ফাঁস দেয়া অবস্থায় নামানোর সময় ফাঁসির দড়িতে রক্ত ছিল ও তার পেটের মধ্যে ছোড়া ঢুকানো অবস্থায় ছিল।

ঘটনার পর থেকে হাজেরা খাতুনের স্বামী নুর আলম সোহেলের কোন খোঁজ পাওয়া যায়নি। তিনি ব্যাটারি চালিত অটোরিকশা চালান।

জানা যায়, একটি জমি ক্রয় করার জন্য নুর আলম তার স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য গত কয়েকদিন ধরে চাপ প্রয়োগ করে আসছিলেন।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: