ঢাকা | বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বজ্রপাতে দুই জন নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৭ মে ২০২৩ ২৩:৪৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৭ মে ২০২৩ ২৩:৪৯

ছবি সংগৃহীত

লৌহজং (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছাপুর ইউনিয়নের কুসুমপুর এলাকার লেবুতলায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছে।

শনিবার দুপুর দুইটার দিকে ঘটে এ দূর্ঘটনা।

নিহতরা হলেন- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের ধীৎপুর গ্রামের শাহজাহানের ছেলে মোহাম্মদ কাউসার ও একই উপজেলার তেউটিয়া ইউনিয়নের পাইকারা গ্রামের উপেন সর্দারের ছেলে জুম্মন সর্দার।

প্রত্যক্ষদর্শী জানায়, ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে ওই দুই ব্যক্তি কুসুমপুরের লেবুতলা গ্রামের সড়কে এসে অটো থেকে নামেন। এ সময় একজন মহিলা যাত্রী আগে নেমে সামনের দিকে চলে যায়। আর বাকী দুইজন নেমে হাটতে শুরু করলে হঠাৎ বজ্রপাত হয়। এতে তাদের মৃত্যু হয়।

সিরাজদিখান থানার ওসি এ কে এম মিজানুল হক জানান বৃষ্টি চলাকালীন সময়ে দুই পথচারী গ্রামের সড়কে হেটে যাওয়ার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন: