
কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে তিন ভাই বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের জিয়া কলোনী এলাকায় ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলো-সোহেল ফকিরের মেয়ে শারমীন (৫) এবং ছেলে রুমান (৭) এবং তার ভাই রুবেল ফকিরের মেয়ে মরিয়ম (৮)। এরা সকলে আপন চাচাতো ভাই বোন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই শিশুরা সকলে এক সঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশের শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের পুকুরের পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের অনেক খোজাখুজির পর পুকুরটির তলদেশ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই পরিবারের তিনটি শিশু এক সঙ্গে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, সংবাদ পেয়েই ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এরপর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: