ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু, অসুস্থ ৫

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৩ ১৭:৫৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৩ ১৭:৫৮

ফাইল ছবি

বিদেশবার্তা ডেস্ক : কুষ্টিয়ার বিভিন্নস্থানে বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ এপ্রিল) ভোররাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিদের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে মো. শাহিন, মিরপুর উপজেলার মশান বারুই পাড়া গ্রামের মৃত হনিফের ছেলে মো. রতন (২১) ও ভেড়ামারা উপজেলার রকিবুল আলমের ছেলে সিফাত উল্লাহ। এছাড়াও জেলায় অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ৫জন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে বিষাক্ত এ্যালকোহল পান করে অসুস্থ্য হয়ে বেশ কয়েকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হলে ভোররাতে শাহিন, রতন ও সিফাত উল্লাহ নামে ৩ জনের মৃত্যু হয়।

তিনি আরো জানান, মৃত ব্যক্তিদের মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানায় তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: