
বিদেশবার্তা ডেস্ক : আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (৩ এপ্রিল)১৭-তম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) মো. জাহাংগীর আলম ভোটের এ তফসিল ঘোষণা করেন।
তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল, মনোনয়ন বাছাই ৩০ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারে শেষ সময় ৮ মে, প্রতীক বরাদ্দ ৯ মে। এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে।
ইসি সচিব বলেন, ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদউদ্দিন রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ভোটগ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এতে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে।
গাজীপুর সিটি করপোরেশনে সর্বশেষ ভোট হয়েছে ২০১৮ সালের ২৭ জুন। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর। পরবর্তী সাধারণ নির্বাচনের সময়গণনা শুরু হয়েছে ২০২৩ সালের ১১ মার্চ। আর ভোটগ্রহণ করতে হবে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে।
আপনার মূল্যবান মতামত দিন: