ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার

আল আমিন | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩ ০০:৪৩

আল আমিন
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩ ০০:৪৩

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বামীর বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে এ মরদেহ উদ্ধার করা হয়। ফুলবাড়ী থানার পরিদর্শক তদন্ত সারোয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওই গৃহবধূর নাম মিম আক্তার (২০)। তিনি ওই গ্রামের রিপন মিয়ার স্ত্রী ও এক সন্তানের জননী।

পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানান, ছয় বছর আগে ওই গৃহবধূ মিম ও রিপনের প্রেমের পর বিয়ে হয়। তাদের ঘরে দুই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বুধবার মিম কয়েকদিনের জন্য তার বাবার বাড়ী বেড়াতে যেতে চায়। কিন্তু তার শ্বাশুড়ি তাকে যেতে বারণ করে কয়েকদিন পরে যেতে বলেন।এ নিয়ে বউ-শ্বাশুড়ির মধ্যে মনোমালিন্য হয়।পরে বুধবার রাতে স্বামী-স্ত্রী খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।এরপর রাতে সবার অগোচরে মিম ঘরের ধরনার সাথে গলায় রশি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বৃহস্পতিবার সকালে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: