ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মাগুরায় অগ্নিকাণ্ডে স্কুলছাত্রের মৃত্যু

আল আমিন | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩ ২০:৫৬

আল আমিন
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩ ২০:৫৬

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় অগ্নিকাণ্ডে মিরাজ মোল্লা (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাতে শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামে গোয়াল ঘরে আগুন ধরলে গরু ও ছাগল বাচাঁতে গিয়ে এ ঘটনা ঘটে।

মিরাজ দিনমজুর ফয়জার মোল্লার ছেলে। চরগোয়ালপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে।

মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আলী সাজ্জাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। রাত সাড়ে ৮টার দিকে ফয়জার মোল্লার গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। এ সময় গরু ও ছাগল বাঁচানোর জন্য মিরাজ গোয়াল ঘরে গেলে চারপাশ থেকে আগুন ছড়িয়ে পড়লে আগুনে পুড়ে মিরাজসহ ১টি গরু ৬ টি ছাগল মারা যায়৷ পরবর্তীতে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়লে অন্যান্য ঘরে থাকা আসবাবপত্র ও ১টি ব্যাটারিচালিত ভ্যান পুড়ে যায়।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: