
নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর রায়পুরার রাধাগঞ্জ অগ্রণী ব্যাংকের শাখার ভেতরে দুই নিরাপত্তাকর্মী আনসার সদস্যের মরদেহ পরে রয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে খবর পাওয়ার পরে মরদেহ উদ্ধারে কাজ করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ।
মৃত আনসার সদস্যেরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তৌহিদুল আলম (২৪) ও টাঙ্গাইল জেলার মো. মজিবুর রহমানের ছেলে রঞ্জু মিয়া (৪০)। তাঁরা এই ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
স্থানীয়রা বলছেন, সকালে ব্যাংকে গিয়ে ব্যাংকের গেট ভেতর থেকে আটকানো দেখেন ব্যাংকের কর্মকর্তারা। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন তাঁরা। পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা দুজনের মরদেহ দেখতে পায়।
এ ঘটনায় আদিয়াবাদ ইউপি চেয়ারম্যান মো. সেলিম বলেন, ‘সকালে খবর পেয়ে পুলিশ তালাবদ্ধ ব্যাংকটিতে দুজনের মরদেহ দেখতে পায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্ধারকাজ করছেন। তদন্তে বিস্তারিত জানা যাবে। ধারণা করা হচ্ছে, বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে অগ্রণী ব্যাংকের নরসিংদী আঞ্চলিক শাখার জিএম হাসিবুল হাসান শান্ত বলেন, ‘ব্যাংকের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি। সব অক্ষত অবস্থায় রয়েছে। রঞ্জু মিয়া এক বছর ও তৌহিদুল আলম ছয় মাস যাবৎ এখানে কর্মরত। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’
জেলার অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, ব্যাংকের ভেতরে দুজন নিরাপত্তাকর্মীর মরদেহ পাওয়া গেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। পরে বিস্তারিত জানানো হবে।’
আপনার মূল্যবান মতামত দিন: