ঢাকা | রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কালিহাতীতে কলহের জের একজনকে পিটিয়ে হত্যা

আল আমিন | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৩ ০৩:৫২

আল আমিন
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৩ ০৩:৫২

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  টাঙ্গাইলের কালিহাতীতে পারিবারিক কলহের জের ধরে আবুল হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার পৌলী উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন ওই গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার পৌলী এলাকায় আজাহার মিয়ার ছেলে বাবুল মন্ডলের সাথে পাশ্ববর্তী স্বরপপুর গ্রামের আব্দুল বারেকের মেয়ের সাথে বিয়ে হয়। বুধবার রাতে বাবুলের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়। বিষয়টি জানতে পেরে বাবুলের শ্বশুড় আব্দুল বারেক, শ্বাশুড়ী আনোয়ারা বেগম ও মামা শ্বশুড় আফসার বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাদের বাড়িতে যান।

এ সময় বাবুল ঘরে বসে খাবার খাচ্ছিলেন। পেছন থেকে তার শ্বাশুড়ি আনোয়ারা বেগম তাকে লাঠি দিয়ে পেটাতে থাকে। বাবুলের আত্মচিৎকার তার চাচাতো ভাই আবুল হোসেন এগিয়ে আসলে তাকে লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কালিহাতী থানার এসআই রাজু আহমেদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। পারিবারিক কলহের জের ধরে তাদের মাঝে মারামারি হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। লাশের ময়নাতদন্ত শেষে বিস্তরিত জানা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের হয় নি।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: