ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সিরাজগঞ্জে ঘর থেকে মা ও দুই ছেলের লাশ উদ্ধার

আল আমিন | প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ০৮:৪৯

আল আমিন
প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ০৮:৪৯

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মধুপুরে মা ও দুই ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ অক্টোবর) বিকালে মধুপুর এলাকায় তাদের নিজ বাড়ির তালাবদ্ধ ঘর থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

মৃতরা হলেন-ওই এলাকার সুলতান আলীর স্ত্রী রওশন আরা বেগম (৪০), তার ছেলে জিহাদ (১০) ও মাহিম (৪)।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে রওশন আরার বোন তার বাড়িতে গিয়ে ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। তখন ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে তালা ভেঙে তার বোন ও দুই ভাগনের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে।

বেলকুচি থানার ওসি তাজমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার কারণ জানা যাবে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: