ঢাকা | রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বানিয়াচঙ্গে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ২৩:৩২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ২৩:৩২

ফাইল ছবি

হবিগঞ্জ জেলা থেকে : বানিয়াচঙ্গে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। তারা হলেন- ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়নের মজলিশপুর বন্দের বাড়ী গ্রামের মৃত খতিব উল্লা ওরফে আব্দুল বারিক উল্লার পুত্র আব্দুল করিম (৬০) ও মৃত তাঁরা উল্লার পুত্র নুর উদ্দিন (৪৫)।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মাইদ্যার বিল সংলগ্ন পিঠে বাড়ী নামক হাওরে।

এলাকাবাসী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, তারা দু’জন ধানের জমিতে সার ছিটানোর জন্য সকালে হাওরে গিয়েছিলেন।

সকাল সাড়ে ৯টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হয়। ওইসময় তারা বজ্রপাতে নিহত হন। খবর পেয়ে এলাকার লোকজন সেখানে ছুটে যান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় দাশ গণমাধ্যমকে বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হবে বলে জানান।

জানা যায়, নিহত দু’জন গরীব কৃষক। নিহত আব্দুল করিমের স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়ে রয়েছে। ছেলেটি পঞ্চম শ্রেণীতে পড়ে। এছাড়া নুর উদ্দিনের স্ত্রী, ৪ মেয়ে ও ২ ছেলে রয়েছে। এক মেয়েকে বিয়ে দিয়েছেন। বাকী সবাই শিশু।

বজ্রপাতে নিহত হওয়ার ফলে দু’টি পরিবার অসহায় হয়ে পড়েছে। পরিবার দু’টির সদস্যদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে এবং এলাকার সবাই শোকে কাতর হয়ে পড়েছেন।

এ রিপোর্ট লেখার সময় বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে বলে জানা গেছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: