ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আল আমিন | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ০২:৩০

আল আমিন
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ০২:৩০

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশালে একটি সাততলা ভবন থেকে পড়ে মো. জিসান (১৮) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জিসানের গ্রামের বাড়ি যশোরে। তার বাবার নাম মো. আনোয়ার হোসেন। তারা বংশালের মিটফোর্ড রজনী বসাক লেন এলাকায় থাকতেন। মা মারা যাওয়ার পর থেকেই নানির কাছেই থাকত জিসান।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা আয়নাল হোসেন জানান, জিসান উদয়ন স্কুলের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসার সাততলায় গেলে সে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: