ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

টেকনাফে গুলিবিদ্ধ দুই লাশ উদ্ধার

আল আমিন | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২ ০৪:১৬

আল আমিন
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২ ০৪:১৬

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ দুইজনের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। আজ সোমবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন মজুমদার।

উপজেলার সদর ইউপির কে কে পাড়া খাল থেকে একটি এবং দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ এলাকা থেকে আরেকটি লাশ উদ্ধার করে পুলিশ।

দমদমিয়া থেকে উদ্ধার লাশ হোয়াইকং ইউনিয়নের কাটাখালী গ্রামের আব্দুর রহিমের ছেলে মুবিন। অপর লাশের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

জানা গেছে, র‌্যাব ১৫-এর টেকনাফ সিপিসি অফিস থেকে দুজন গুলিবিদ্ধ লাশ পড়ে থাকার কথা থানা পুলিশকে জানালে আজ সকালে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত দুজনই মাদক কারবারি বলে পুলিশের ধারণা।

 

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: