ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গোপালগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারকে ধর্ষণের অভিযোগ

আল আমিন | প্রকাশিত: ২০ আগস্ট ২০২২ ০৬:০৯

আল আমিন
প্রকাশিত: ২০ আগস্ট ২০২২ ০৬:০৯

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  গোপালগঞ্জে বিয়ের প্রলোভনে সাবেক এক মহিলা মেম্বারকে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

আজ শুক্রবার সকালে ওই নারী নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন। সদর উপজেলার ১৪নং করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানের (সোনা মিয়া) বিরুদ্ধে ওই অভিযোগ এনে বিয়ের দাবি করেন তিনি।

এর আগে ভুক্তভোগী ওই নারী গত ১৪ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইনে চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে ভুক্তভোগী নারী বলেন, ‌‘৬ মাস আগে এস এম হাবিবুর রহমান (সোনা মিয়া) আমার বাড়িতে এসে বলেন, কিশোরকাল থেকে আমি তোমাকে ভালোবাসি, এখনো তোমাকে ভালোবাসি, আর যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে ভালোবেসে যাব। এমন কথা বলে চেয়ারম্যান আমার প্রতি বিশ্বাস তৈরি করেন। পরে আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়ে বলেন, তোমার লোকজন নিয়ে আমার নির্বাচন করো এবং নির্বাচনের পর তোমাকে বিয়ে করব।’

তিনি বলেন, ‘চেয়ারম্যান নির্বাচনকালিন সুকৌশলে আমার কাছ থেকে ১০ লাখ টাকা নেন এবং বিয়ে করার মিথ্যা প্রলোভন দেন। নির্বাচনের পর বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে আমার সাথে শারীরিক মেলামেশা করেন। সর্বশেষ গত ৩১ মে রাত আনুমানিক সাড়ে ১১টায় করপাড়া রুহুল আমিনের পরিত্যক্ত ফাঁকা বাড়ির পুকুরের ঘটলায় আমাকে ধর্ষণ করেন। এরপর থেকে তাকে বিয়ে করার কথা বললে তিনি অস্বীকার করেন। চেয়ারম্যান আমার মানসম্মান নষ্ট করেছে। এলাকায় আমার মুখ দেখানো দায় হয়ে পড়েছে। তাই আমি বিয়ে করার দাবি করছি। তা নাহলে আত্মহত্যা ছাড়া আমার উপায় থাকবে না।’

অভিযোগ অস্বীকার করে করপাড়া ইউপি চেয়ারম্যান বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী পরাজিত চেয়ারম্যান প্রার্থীদের ইন্ধনে ওই নারী মিথ্যা ও অবান্তর সব কল্পকাহিনী বানিয়ে আমার মানসম্মান নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছেন। বিষয়টি আমি লোকমুখে শুনতে পেরে গত ১১ আগস্ট গোপালগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

 

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: