ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

যশোরে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত

আল আমিন | প্রকাশিত: ১২ আগস্ট ২০২২ ০৭:২৬

আল আমিন
প্রকাশিত: ১২ আগস্ট ২০২২ ০৭:২৬

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: যশোর অঞ্চলে বৃহস্পতিবার বিকেলে ভূমিকম্প অনুভূত হয়েছে। ১০ সেকেন্ডের মতো স্থায়ী এ ভূমিকম্পে মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়।

আজ বিকেল ৫টা ২৯মিনিটে এ ভূমিকম্পন অনুভূত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করতে শুরু করেন স্থানীয়রা। ভারতের পশ্চিমবঙ্গের আলীপুর আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল যশোর শহর থেকে ৯ কিলোমিটার উত্তর-পূর্বে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিলো ৪ দশমিক ৮। ভূমিকম্পের ফলে যশোরের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: