
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নির্মাণাধীণ বাড়ির ছাদ থেকে পড়ে আহাদ আলী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের বঙ্গজপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আহাদ আলী ওই এলাকার আরিফ হোসেনের ছেলে।
আহাদের পরিবার জানায়, শিশুটি তাদের নির্মাণাধীণ বাড়ির ছাদে খেলা করছিল। এসময় হঠাৎ পা ফসকে নিচে পাকা রাস্তার উপর পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিদেশ বিার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: