ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আল আমিন | প্রকাশিত: ২ মে ২০২২ ০২:২২

আল আমিন
প্রকাশিত: ২ মে ২০২২ ০২:২২

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। নিহত অটোচালকের নাম রাসেল(২২)। রাসেল সদর উপজেলার কাতিয়ারচর গ্রামের নূর ইসলামের ছেলে।

খবর পেয়ে পুলিশ কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের বড়পুল নতুন পল্লী এলাকার একটি ধান ক্ষেত থেকে রবিবার সকালে রাসেলের লাশ উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় রাসেল। রাত ১০টার দিকে মোবাইল ফোনে পরিবারের সদস্যদের সাথে তার শেষ কথা হয়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি। গলায় গামছা পেচিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের ধারণা।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ জানান, সিএনজিচালিত অটোরিকশাটি ছিনতাই করার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন।

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: