ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মোহাম্মদপুরে অগ্নিকাণ্ড : পুড়েছে ১৮ স্বর্ণের দোকান

আল আমিন | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩ ০১:৫১

আল আমিন
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩ ০১:৫১

ফাইল ছবি

অনলাইন ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৮টি স্বর্ণের দোকান পুড়ে গেছে।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে আলিফ জুয়েলার্স, হেনা জুয়েলার্স, দুবাই জুয়েলার্স, সিঙ্গাপুর জুয়েলার্স, মুন জুয়েলার্স, রিয়াদ জুয়েলার্স, মা জুয়েলার্স রয়েছে।

দুবাই জুয়েলার্সের মালিক আমির হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার দুটি জুয়েলার্সের দোকান ছিল। ভোর ৪টায় খবর পেয়ে মার্কেটে আসি।

তখনো আমার দোকানে আগুন লাগেনি। মার্কেট বন্ধ থাকায় সামান্য কিছু মালামাল সরাতে পারলেও সব সরাতে পারিনি’।

দুই দোকানে প্রায় কয়েক কোটি টাকার জুয়েলার্সের মালামাল ছিল দাবি করে তিনি বলেন, ‘মার্কেটে মোট ১৮টি স্বর্ণের দোকান ছিল, সবগুলো পুড়ে গেছে’।

সিঙ্গাপুর জুয়েলার্সের মালিক আবু কাওসার বলেন, ‘তার দোকানে কয়েক কোটি টাকার কাছাকাছি মালামাল ছিল।

কিছু বের করা গেছে, তবে বেশিরভাগই দোকানে ছিল। আগুনে দোকান সম্পূর্ণ পুড়ে গেছে’।

স্বর্ণের দোকান ছাড়াও মার্কেটটিতে কাপড়, প্লাস্টিকের মালামাল, ক্রোকারিজ ও ব্যাগের দোকান ছিল। আগুনে এসব দোকানও পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডে সব মিলিয়ে প্রায় চারশ’ দোকান পুড়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা

তাদের দাবি অনুযায়ী, মার্কেট ও কাঁচাবাজারে বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় সাতশ’-আটশ’র মতো দোকান ছিল।

তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেছেন, অবৈধ দোকানগুলো ছিল ফুটপাতে। সিটি করপোরেশন থেকে দোকান বরাদ্দ দেওয়া ছিল ৩১৭টি। এর মধ্যে পুড়েছে ২১৭ দোকান।

 বৃহস্পতিবার রাত পৌনে ৪টার দিকে কৃষি মার্কেটে লাগা আগুন সকাল ৯টা ২৫ মিনিটে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিদেশ বার্তা / এএএ



আপনার মূল্যবান মতামত দিন: