
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর মহাদেবপুরে ট্রাক ও সিএনজিচালিত-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়েছে।
সোমবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাটচকগৌড়ী বাজারের পূর্ব পাশে বাগাচারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ থেকে রাজশাহীমুখি একটি মালবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত-অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ছয়জনের মধ্যে ঘটনাস্থলে চারজন নিহত হয়। অপর দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়েছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছে। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: