ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

লোহাগাড়ায় বাস-লেগুনা সংঘর্ষে ৩ জন নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৪ মার্চ ২০২৩ ২৩:৫৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৪ মার্চ ২০২৩ ২৩:৫৬

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বাসের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৯টার দিকে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া সীমান্ত গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন চকরিয়া উপজেলার হারবাং ৯ নম্বর ওয়ার্ড কলাতলী এলাকার আবুল বশরের পুত্র মো. হামিদুল্লাহ (২৯), একই এলাকার লাল মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম (২৫) ও উত্তর হারবাং করমহুরি পাড়ার দানু মিয়ার পুত্র নজরুল ইসলাম (৩৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখি বিজিবির বাসের সাথে যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। হতাহতরা সবাই লেগুনার যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা রুবেল আলম। তিনি জানান, ঘটনাস্থল থেকে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: