ঢাকা | সোমবার, ৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কুমিল্লায় বাসচাপায় নিহত ২

আল আমিন | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৫৭

আল আমিন
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৫৭

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লা বরুড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক। তাকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- জেলার লাঙ্গলকোট উপজেলার হেসাখাল এলাকার বাসিন্দা মো. অহিদুর রহমান (৪০) ও মো. সাগর (১৯)। তবে আহত যুবকের পরিচয় জানা যায়নি।

বুধবার (৮ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে উপজেলা সদরের মৌলভীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলী মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ওই তিন যুবক মোটরসাইকেলযোগে পৌরসভার চেয়ারম্যান পোল এলাকায় যাচ্ছিলেন। মৌলভীবাজার এলাকায় এলাকায় কুমিল্লা থেকে বরুড়াগামী বেপরোয়া গতির একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অহিদুর ও সাগর মারা যান।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্থান্তর করা হবে।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: