ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে ২ বাক প্রতিবন্ধীর মৃত্যু

আল আমিন | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২৩ ০৩:৪১

আল আমিন
প্রকাশিত: ২ জানুয়ারী ২০২৩ ০৩:৪১

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় দুই বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। নিহতেরা হলেন মিঠু শেখ ও জাকারিয়া। তাদের বাড়ী বোয়ালমারী পৌর এলাকার কামারগ্রাম ও গুনবহায়।

এ ঘটনায় আহত হন আরেক প্রতিবন্ধী যুবক জাহিদ মিয়া।

রবিবার দুপুর ১টার দিকে বোয়ালারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখির বৈদিবাড়ী রেলগেটের কাছে ট্রেনের ধাক্কায় মারা যায় দুই প্রতিবন্ধী যুবক।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, রেললাইন ধরে তিন বাক প্রতিবন্ধী যুবক হেঠে যাচ্ছিল। এসময় একটি ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলের দুইজন মারা যায়।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা দুজনই বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী হওয়ার কারণে ট্রেনের হুইসেলের আওয়াজ শুনতে পাননি। ফলে ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। এ বিষয়ে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: