ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভিডিও মেসেজ পাঠাতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৬ আগস্ট ২০২৩ ০০:৪৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৬ আগস্ট ২০২৩ ০০:৪৮

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : মেসেজিংয়ের অভিজ্ঞতা উন্নয়নে প্রতিনিয়ত কাজ করছে হোয়াটসঅ্যাপ। প্রচেষ্টার অংশ হিসেবে এবার সরাসরি মেসেজিং অ্যাপে ভিডিও ক্লিপ রেকর্ড করে পাঠানোর ফিচার নিয়ে এসেছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি। চলতি সপ্তাহেই এ বিষয়ে ঘোষণা দেয়া হয়। খবর সিএনএন।

মেসেজে ৬০ সেকেন্ড পর্যন্ত ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ পাঠানো যাবে। ভিডিও আদান-প্রদান এন্ড টু এন্ড এনক্রিপশন পরিষেবার মধ্যে থাকবে বলে প্লাটফর্ম সূত্রে জানা গেছে। সম্প্রতি দেয়া এক ব্লগপোস্টে কোম্পানি জানায়, ভিডিও বার্তার মাধ্যমে ব্যবহারকারীরা আরো আনন্দের সঙ্গে তাদের মনের অনুভূতির কথা জানাতে পারবে। সেটা হতে পারে কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো বা কোনো কৌতুক শোনার পর হাসা কিংবা কোনো সুখবর পৌঁছে দেয়া।

কোম্পানি জানায়, মেসেজিংয়ের সময় ভয়েস মেসেজ পাঠানোর মতোই ভিডিও ফিচারটি কাজ করবে। এছাড়া আলাদাভাবে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধাও থাকবে।

মেটা জানায়, হোয়াটসঅ্যাপের নতুন আপডেটটি চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে কয়েক সপ্তাহের মধ্যে তা সবার কাছে পৌঁছে যাবে। অন্যদিকে চলতি বছরের শুরুতে, অ্যাপে মেসেজ এডিট করার ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। তবে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে এ সুবিধা পাওয়া যাবে।



আপনার মূল্যবান মতামত দিন: