ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

টুইটার থেকে ৫০ শতাংশ কর্মী ছাঁটাই

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২ ২২:৪৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২ ২২:৪৭

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : টুইটারের সব কার্যালয় সাময়িক বন্ধের পাশাপাশি এর প্রায় ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাইয়ের আগে টুইটারে কর্মীর সংখ্যা ছিল ৭,৫০০ জন। একটি অভ্যন্তরীণ নথির বরাত এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার এক সপ্তাহ পার হতে না হতেই এই গণছাঁটাই করা হলো।

যুক্তরাষ্ট্র এবং কানাডার অঞ্চলের টুইটারের পাবলিক পলিসির পরিচালক মাইকেল অস্টিন বলেন, ঘুম থেকে উঠে খবর পেলাম যে আমার টুইটারে কাজ করার সময় শেষ হয়ে গেছে। আমার খুব মন খারাপ।

মাস্কের দাবি, টুইটার কিনতে তাকে বেশি টাকা খরচ করতে হয়েছে। সেই খরচ তোলার জন্যই এই পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া টুইটারের ‘ব্লু-টিক’ বা ভেরিফিকেশনের জন্য মাসিক ফি নেয়ার ঘোষণাও দিয়েছেন ইলন মাস্ক। তিনি জানান, এখন থেকে ব্লু-টিকের জন্য মাসে ৮ ডলার করে দিতে হবে টুইটার ব্যবহারকারীদের।

মাস্ক টুইটার কেনার পরই প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগারওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) নেড সিগাল, আইন ও নীতিমালা বিষয়ক প্রধান বিজয়া গাড্ডেকে বরখাস্ত করেন।



আপনার মূল্যবান মতামত দিন: