05/01/2025 বজ্রসহ বৃষ্টির আভাস
বিদেশ বার্তা
২৪ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪২
বুধবার সকাল থেকে পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, দেশের তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস।
পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে।
আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আরও বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।