05/05/2025 এ বছর ভালোভাবে পূজা উদযাপন হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সেলিম সোহেল
১২ অক্টোবর ২০২৪ ১৫:৪৮
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বছর ভালোভাবে পূজা উদযাপন হচ্ছে। সরকারের পক্ষ থেকে এ বছরই সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যান্য বছর দুই বা তিনকোটি টাকা পূজা উদযাপনের জন্য বরাদ্দ দেওয়া হলেও এ বছর চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি বলেন, পূজামণ্ডপের আইনশৃঙ্খলা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী সদস্য নিয়োজিত করা হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) মুন্সীগঞ্জের বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
এর আগে তিনি শনিবার সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার হাঁসাড়া সার্বজনীন পূজামণ্ডপ এবং সিরাজদিখান উপজেলার ইছাপুরা, গোয়ালবাড়ি এবং সন্তোষপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন।