05/02/2025 ইউক্রেন ছেড়েছে ৫০ লাখ শরণার্থী: ইউএনএইচসিআর
আল আমিন
১৯ এপ্রিল ২০২২ ০৫:৫২
আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিগত ৫২ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অসংখ্য ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের একশ’টির মতো সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ইউক্রেন ছেড়েছে ৪০ লাখ ৯৩ হাজার মানুষ। সোমবার এ তথ্য দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
ইউক্রেন ছাড়াদের মধ্যে অধিকাংশই শিশু ও নারী বলে দাবি করেছে সংস্থাটি। এছাড়াও ইউক্রেনে বসবাস করা দুই লাখ ১৫ হাজার শিক্ষার্থী ও অভিবাসী কর্মীও দেশ ছেড়েছে।
সেই হিসেবে ২৪ ফেব্রুয়ারি রুশ সেনা অভিযান শুরু হওয়ার পর থেকে ইউক্রেন ছেড়েছে ৫০ লাখের বেশি মানুষ। ফলে দেখা দিয়েছে বড় মানবিক সঙ্কট।
বিদেশ বার্তা/ এএএ