05/02/2025 ইউক্রেন সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে রাশিয়া
আল আমিন
১৮ এপ্রিল ২০২২ ০৫:২৫
আন্তর্জাতিক ডেস্ক: রবিবারের মধ্যেই মারিওপোলে যুদ্ধ করা ইউক্রেনের সেনাদের আত্মসর্মপণের প্রস্তাব দিয়েছে রাশিয়া। আর আত্মসমর্পণ না করলে তারা জীবনে বাঁচতে পারবে না বলেও হুঁশিয়ারী দিয়েছে রাশিয়া।
রুশ বিবৃতিতে বলা হয়েছে, আত্মসমর্পণের জন্য কিয়েভের আদেশের অপেক্ষা করার দরকার নেই। সিদ্ধান্ত এবার ইউক্রেন সেনাদের নিজেদেরই দিতে হবে।
রাশিয়া জানিয়েছে, মারিওপোল এখন প্রায় তাদের দখলে। তাই যদি সকাল ছয়টা থেকে দুপুর একটার মধ্যে ইউক্রেন সেনারা আত্মসমর্পণ করে তবে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেবে মস্কো।
রাশিয়া আরও জানিয়েছে, মারিওপোলের আঝোভাস্তাল স্টিলওয়ার্কস এলাকায় কিছুটা জায়গা ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে আছে। প্রতি আধা ঘণ্টা অন্তর আত্মসমর্পণের আহ্বান মারিওপোলে প্রচার করা হচ্ছে বলেও জানিয়েছে রাশিয়া। সূত্র: বিবিসি।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিগত ৫১ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অসংখ্য ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
এদিকে রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের একশ’টির মতো সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিদেশ বার্তা/ এএএ