05/10/2025 গেল বছর ব্যাংকে ১২ হাজার ৮০৯টি সন্দেহজনক লেনদেন হয়েছে: বিএফআইইউ
মো: মনিরুল ইসলাম
২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪৬
নিজস্ব প্রতিবেদক: গেল অর্থবছরে রেকর্ড পরিমাণ সন্দেহজনক লেনদেন হয়েছে ব্যাংকিং খাতে। সবমিলিয়ে ১২ হাজার ৮০৯টি সন্দেহজনক লেনদেন হয়েছে দেশের ব্যাংকগুলোতে। যেটি ২০২১-২২ অর্থবছরে ছিল ৭ হাজার ৯৯৯টি।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিএফআইইউ-এর প্রতিবেদনে উঠে এসেছে রেমিট্যান্স খাতের বিষয়টিও। গেল বছরে এ খাতে ৯০০টি লেনদেন সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে বিএফআইইউ। এর আগের বছর এটির পরিমাণ ছিল ৪৫৭টি। নন-ব্যাংকিং ফাইনান্সিয়াল ইন্সটিটিউশনে ১২১টি সন্দেহজনক লেনদেন সংঘটিত হয়েছে। যেটি আগের বছরে ছিল ১০৬। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠান থেকে আরো ২৭৬টি লেনদেন সন্দেহজনক বলে রিপোর্ট করেছে প্রতিষ্ঠানগুলো।
গত বছর ব্যাংক ঋণ সংক্রান্ত ৫২০টি সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে। আগের বছরের চেয়ে এটি ৫২ শতাংশ বেশি। অর্থাৎ আগের বছর এর সংখ্যা ছিল ৩৪১।