08/07/2025 মঙ্গলবার বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ
মো: মনিরুল ইসলাম
১৮ ডিসেম্বর ২০২৩ ০৮:৪৪
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা একদিন পিছিয়ে সোমবারের পরিবর্তে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
রবিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়েছে।
এতে বলা হয়েছে, কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় সোমবারের (১৮ ডিসেম্বর) পরিবর্তে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে শুরু হয়ে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।