05/02/2025 ইসরায়েলের শেয়ারবাজারের পর মুদ্রারও ব্যাপক দরপতন
মো: মনিরুল ইসলাম
১০ অক্টোবর ২০২৩ ০৯:৫৪
নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে যখন ইসরায়েলের ব্যাপক সংঘর্ষ চলছে। তখন শেয়ার বাজারের পর এবার ব্যাপক দরপতন ঘটেছে ইসরায়েলি মুদ্রার। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কারেন্সি ডলারের বিপরীতে শেকেলের দর ৮ বছরের মধ্যে সর্বনিম্ন নেমে গেছে।
গণমাধ্যমটি জানিয়েছে, ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাতে ইসরায়েলি মুদ্রার মান কমেছে ৩ শতাংশের বেশি।
প্রতি ডলারের মূল্য দাঁড়িয়েছে ৩ দশমিক ৯৫ শেকেলে। আরেক প্রতিবেদনে বলা হয়, মুদ্রাবাজারের অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে ৩ হাজার কোটি ডলারের বৈদেশিক মুদ্রা বিক্রি করবে ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া তারল্য বাড়াতে আরও দেড় হাজার কোটি ডলার বাজারে ছাড়বে তারা।
এক বিবৃতিতে ব্যাংক ইসরায়েল জানিয়েছে, শেকেল বিনিময় হারে অস্থিরতা কমাতে এবং বাজারে প্রয়োজনীয় তারল্য নিশ্চিতে কাজ করবে এ উদ্যোগ।
ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গ্রুপ হামাসের বিধ্বংসী হামলার ঘটনায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এর জেরে তেল আবিব স্টক এক্সচেঞ্জে ব্যাপক ধস নেমেছে।