05/02/2025 বেগম খালেদা জিয়া সুচিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠুন
আল আমিন
৩ অক্টোবর ২০২৩ ১৬:৪৫
নলাইন ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুচিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠুন, এটা আমরা চাই।
বিএনপি বা বেগম খালেদা জিয়ার যারা চিকিৎসকরা যদি মনে করেন, তার বিদেশে চিকিৎসার প্রয়োজন, তাহলে বেগম খালেদা জিয়াকে দণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে তাকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে। ’
মঙ্গলবার দুপুর ১২টায় কুষ্টিয়া এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, ‘জাতি খুব দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করছে, ‘বিএনপি প্রায় প্রতিদিনই সভা-সামাবেশ করে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে।
কিন্তু, তার চিকিৎসার জন্য আইনি যে প্রক্রিয়া, সেটার মধ্যে তারা যাচ্ছেন না। এতে জাতির মধ্যে সন্দেহ সৃষ্টি হয়, বিএনপি আসলে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করতে চায়, চিকিৎসা করতে চায় না। বিএনপি ধরেই নিয়েছে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করলে রাজনৈতিক ফায়দা পাওয়া যাবে। সে কারণেই তাদের এই প্রক্রিয়া।
অন্যথায়, তারা এতদিনে আইনি প্রক্রিয়ার মধ্যে যেতো, গেলে হয়তো একটা সমাধান আসতো। ’
‘আমি আশা করি, বিএনপি বেগম খালেদা জিয়ার শারিরিক অসুস্থতা নিয়ে রাজনীতি না করে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার চিকিৎসার ব্যাপারটি সমাধান করবেন’, যোগ করেন হানিফ।