05/14/2025 অক্টোবরেই আওয়ামী লীগের পতন হবে : আমীর খসরু
আল আমিন
৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০৭
অনলাইন ডেস্ক: অক্টোবরেই আওয়ামী লীগের পতন হবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ যে পথে চলছে তাতে তারা ধ্বংস হয়ে যাবে। প্রতিটি সেক্টর তারা (আওয়ামী লীগ) ধ্বংস করে ফেলছে। এখন দেশে শান্তি নেই।
সব জায়গায় অরাজকতা চলছে। ’
শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আওয়ামী লীগের অনেক নেতা রাজবন্দি থেকেও বিদেশে চিকিৎসা নিয়েছেন।
আজ কেন খালেদা জিয়া নিতে পারবেন না?’