08/02/2025 হবিগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩
মো: মনিরুল ইসলাম
৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৭
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাটে ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চাঁনভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঐ উপজেলার দেওরগাছ ইউনিয়নের রাজাপুর গ্রামের সিএনজি চালক জসিম মিয়া, মিরাশী ইউনিয়নের বড় লাদিয়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রুমেল আহমেদ, কালিশিড়ি গ্রামের আব্দুর রহিমের স্ত্রী নাজমা আক্তার।
চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক জানান, চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চাঁনভাঙ্গা এলাকায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরেকজনের মৃত্যু হয়। তারা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।
আহত বাকিদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।