05/02/2025 পুতিনের দুই কন্যার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা
আল আমিন
১০ এপ্রিল ২০২২ ০৩:৪৪
আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া।
বিগত ৪৫ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অনেক ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই কন্যা মারিয়া ভরন্তসোভা ও ক্যাটেরিনা তিখোনোভা ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। পুতিনের দুই মেয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের সঙ্গে জড়িত বলে তাদেরকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে-এমন দাবি করছে ইউরোপীয় ইউনিয়ন।
পাশাপাশি দেশের আরও ২০০ ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং তার অংশ হিসেবে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।
শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের সরকারি জার্নাল জানিয়েছে, এই জোট রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে মারিয়া ভরন্তসোভা ও ক্যাটেরিনা তিখোনোভা এবং আরো ২১৭ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার যেসব গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা রয়েছেন তারা হলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনশেনকভ, রাশিয়ার স্বারব্যাংকের প্রধান হারম্যান গ্রেফ, ধনকুবের দেরিপাসকা, বিপুল ধন সম্পদের অধিকারী রোটেনবার্গ পরিবারের কয়েকজন সদস্য এবং পূর্ব ইউক্রেনে পুতিনের ঘনিষ্ঠ কয়েকজন রাজনৈতিক প্রশাসনের সদস্য।
নিষেধাজ্ঞায় বলা হয়, এসব ব্যক্তির সম্পত্তি জব্দ করা হবে এবং তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জেসেপ বোরেল এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বলেছেন, “আমরা আবারো রাশিয়ার রাজনীতি, বাণিজ্য এবং প্রোপাগান্ডা অ্যাক্টিভিস্টদেরকে নিষেধাজ্ঞার আওতায় আনছি। এর পাশাপাশি অর্থনৈতিক, সামরিক শিল্প সংক্রান্ত এবং পরিবহন খাতের লোকজনও রয়েছে।” সূত্র: এপি।
বিদেশ বার্তা/ এএএ