05/10/2025 সাঈদীর জানাজা পিরোজপুরস্থ আল্লামা সাঈদী ফাউন্ডেশনে
সেলিম সোহেল
১৫ আগস্ট ২০২৩ ১৩:৫৪
নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাযার নামাজ আজ ১৫ আগস্ট মঙ্গলবার দুপুর ২.০০টায় বরিশালের পিরোজপুরস্থ আল্লামা সাঈদী ফাউন্ডেশনে অনুষ্ঠিত হবে।
এর আগে ইসলামপ্রিয় জনতাকে টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভংগ করার পর হাসপাতাল থেকে লাশ গ্রামের উদ্যেশ্যে নিতে চেস্টা করলে গেট থেকে বের হতেই এম্বুলেন্সের চাকা পাংচার হয়ে যায়। ফলে বিব্রতকর অবস্থায় পড়ে প্রশাসন। পরে দ্রুত অন্য আরেকটি এম্বুলেন্স এনে লাশ নামিয়ে এম্বুলেন্স পরিবর্তন করা হয়। পুলিশের রায়োটকার সহযোগে কঠোর নিরাপত্তাবলয়ের মধ্য দিয়ে আল্লামার লাশবাহী গাড়িটি গ্রামের বাড়ি বরিশালের পিরোজপুরের উদ্যেশ্যে নিয়ে যাওয়া হয়।
মাওলানা সাঈদীর জানাজাকে কেন্দ্র করে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গেটে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। ঢাকার বায়তুল মুকাররমে জানাজার কথা থাকলেও প্রশাসন অনুমতি দেয়নি। অনুমতি না পাওয়ায় ইসলামপ্রিয় জনতা ঘিরে রাখে পুরো শাহবাগ। এক সময় পুলিশ জনতাকে সরাতে না পেরে টিয়ারশেল নিক্ষেপ করে। পালটা ইট পাটকেল নিক্ষেপ করে জনতা।
সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কার্ডিয়াক আইসিউতে মারা যান তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা.রেজাউর রহমান মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
কাশিমপুর কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে রোববার (১৩ আগস্ট) তাকে গাজীপুরের তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভিডিও লিংকঃ
https://www.facebook.com/watch/live/?ref=watch_permalink&v=819371976468932