05/01/2025 নভেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল: ইসি আনিছুর
মো: মনিরুল ইসলাম
৯ আগস্ট ২০২৩ ২০:৫৩
নিজস্ব প্রতিবেদক : নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
বুধবার (৯ আগস্ট) সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আনিছুর রহমান বলেন, নভেম্বরে ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি অ্যাপ চালুর পরেই তফসিল ঘোষণা করা হবে।
তিনি বলেন, নির্বাচনী ব্যবস্থা ডিজিটাল করতেই অ্যাপ চালু করা হবে।
মনোনায়নপত্র জমা দেয়া থেকে ভোটের সব তথ্য থাকবে সেখানে। ভোটের আগের দিন নয়, এবার ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে (দুর্গম এলাকা বাদে) পৌঁছে দেয়া হবে ব্যালট পেপার। ব্যালটের নিরাপত্তার কথা ভেবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান আনিছুর রহমান।