05/10/2025 বদলগাছীতে ওভারটেক করেত গিয়ে বাস খাদে, প্রাণহানির আশঙ্কা
মো: মনিরুল ইসলাম
১ আগস্ট ২০২৩ ১৬:৩৬
নিজস্ব প্রতিবেদক : নওগাঁর বদলগাছীতে মাতাজী-বদলগাছী সড়কের চাকরাইল নামক স্থানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, নজিপুর থেকে নওগাঁগামী সামনের বাসকে ওভারটেক করেত গিয়ে পিছনের বাসটি খাদে পড়ে যায়। বাসে ২০ থেকে ২৫ জন যাত্রী ছিল। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
বাসের ভিতরে যাত্রী আটকা পড়ে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত ছিল।
বদলগাছি থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।