07/27/2025 বরিশালে কম দামে কাঁচামরিচ বিক্রি, মারামারিতে নিহত ২
মো: মনিরুল ইসলাম
১ আগস্ট ২০২৩ ০২:০৬
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কাশিপুরে কম দামে কাঁচামরিচ বিক্রি নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে দু’জন নিহত হয়েছেন।
শনিবার (২৯ জুলাই) সকাল ৮টার দিকে কম দামে কাঁচা মরিচ বিক্রি নিয়ে মারামারির ঘটনা ঘটে।
এতে তাৎক্ষণিক একজন মারা যান। পরবর্তীতে রোববার (৩০ জুলাই) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বশেষ আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- কামাল হোসেন (৩৮) ও আলমগীর হোসেন।
এর মধ্যে আলমগীর হোসেন (৪০) নগরীর ২৮ নম্বর ওয়ার্ড দিয়াপাড়া দিঘির পাড় এলাকার তিনু মাঝির ছেলে। তিনি কাশিপুর বাজারের সবজি বিক্রেতা।