05/10/2025 আগস্টে শুরু ঢাবির প্রথম বর্ষের ক্লাশ
মো: মনিরুল ইসলাম
২৭ জুলাই ২০২৩ ০২:৫৫
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস আগামী আগস্ট থেকে শুরু হবে। তবে কবে থেকে শুরু হবে, তা জানা যায় নি।
বুধবার (২৬ জুলাই) নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, অফিসিয়ালি কোন তারিখ এখনো আসে নি। তারিখটি ডিনরা ও উপাচার্য মিলে একটি তারিখ নির্ধারণ করবে। সেটা আগামী মাসের যেকোন সময়েই হতে পারে। তবে আমরা আগস্টের তৃতীস থেকে পঞ্চম সপ্তাহের ভেতরে ক্লাশ শুরু হবে। এখনো আমাদের মনোনয়ন প্রক্রিয়া চলমান। এ সপ্তাহের মধ্যে হয়তো আমরা একটা পর্যায়ে আসতে পারব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনিস্টিউটের অধীনে এবার মোট ৫ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। যার মধ্যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ জন, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১ জন , ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০ ও চারুকলা ইউনিটে ১৩০ জন শিক্ষার্থী।