05/10/2025 রাতে জরুরী সংবাদ সম্মেলন করবে বিএনপি
মো: মনিরুল ইসলাম
২৭ জুলাই ২০২৩ ০০:৪৬
নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের পদত্যাগ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে এক দফা সামনে রেখে ঢাকায় ২৭ জুলাইয়ের মহাসমাবেশের ভেন্যু চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়ে রাতে সংবাদ সম্মেলন করবে বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হবে। এতে মহাসমাবেশসহ সার্বিক বিষয় তুলে ধরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবারের মহাসমাবেশের স্থান চূড়ান্ত করতে বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠক শেষে মির্জা ফখরুলসহ শীর্ষ নেতারা নয়াপল্টন ত্যাগ করেন। এরপরই রাতে সংবাদ সম্মেলনের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
এদিকে ২৭ তারিখের মহাসমাবেশ ঘিরে এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় আসতে শুরু করেছেন বিএনপি নেতা-কর্মীরা। বুধবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা গেছে, সেখানে জড়ো হচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা।