05/01/2025 রাতেই মহিউদ্দীন ও জাহাঙ্গীরের ফাঁসি কার্যকর হতে পারে
মো: মনিরুল ইসলাম
২৫ জুলাই ২০২৩ ২২:৫৪
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দীন ও জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ রাতেই মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে।
মঙ্গলবার বিকালে এ তথ্যটি জানিয়েছেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার নিজাম উদ্দিন।
জেলার নিজাম উদ্দিন জানান, আমরা সার্বিক প্রস্তুতি নিয়েছি।
ইতোমধ্যে জেলে দু’জনের পরিবারও দেখা করেছেন। ফলে দ্রুতই দণ্ডাদেশ কার্যকর হতে পারে।
জানা গেছে, আজ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাহাঙ্গীরের আটকের বৈধতার বিরুদ্ধে করা রিট খারিজ করেছে।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, তাহেরের হত্যা ৭১’র বর্বরতাকে স্মরণ করিয়ে দেয়।
এদিকে তাহেরের পরিবার জানিয়েছে তারা দ্রুত রায় কার্যকর দেখতে চায়।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা জানান, তারা পরবর্তী প্রক্রিয়াগুলো অনুসরণ করে ফাঁসির রায় কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা চলছে।