05/02/2025 তাইওয়ান উপকূলে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত
মো: মনিরুল ইসলাম
৯ জুলাই ২০২৩ ১৮:২৯
আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের উপকূলীয় এলাকায় ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তাইওয়ানের স্থানীয় সময় রবিবার ভোররাত ৩টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। খবর রয়টার্সের।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
এ তথ্য জানিয়েছে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস।
তাৎক্ষণিকভাব ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারিরও কোনো খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে গত বছরের সেপ্টেম্বরে তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।