05/03/2025 সড়ক দুর্ঘটনায় ফিলিস্তিনের মন্ত্রী নিহত
মো: মনিরুল ইসলাম
২ জুলাই ২০২৩ ১৭:৪৪
আন্তর্জাতিক ডেস্ক : সড়ক দুর্ঘটনায় ফিলিস্তিনের কারামন্ত্রী কাদরি আবু বকর মারা গেছেন।
শনিবার অধিকৃত পশ্চিমতীরে নাবলুসে ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ওয়াফার বরাদ এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, এ ঘটনায় আরও দুজন ফিলিস্তিনি নিহত হয়েছে।
আবু বকর ১৯৫৩ সালের জানুয়ারিতে জন্মগ্রহণ করেন। ২০১৯ সাল থেকে তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মুহাম্মাদ আব্বাস আবু বকরের মৃত্যু শোক প্রকাশ করেছেন। তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আবু বকর একজন খাঁটি দেশ প্রেমিক ছিলেন।
তিনি ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় সর্বদা কাজ করেছেন।