05/09/2025 সুইজারল্যান্ড সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার
মো: মনিরুল ইসলাম
২০ জুন ২০২৩ ১৪:৩৫
বিদেশবার্তা ডেস্ক : সদ্য সমাপ্ত সুইজারল্যান্ড সফরের বিস্তারিত জানাতে বুধবার (২১ জুন) সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বুধবার (২১ জুন) দুপুর ১২টায় গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে, ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগ দিতে গত ১৩ জুন চার দিনের সফরে সুইজারল্যান্ডের জেনেভায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
চার দিনের সফর শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট গত শুক্রবার (১৬ জুন) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী।