05/09/2025 ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা
মো: মনিরুল ইসলাম
১৮ জুন ২০২৩ ২১:৪৬
বিদেশবার্তা ডেস্ক : সিইসির পদত্যাগ ও নির্বাচন কমিশন বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
রবিবার (১৮ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, আগামী ২১ জুন নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে গণমিছিল করা হবে।
এ ছাড়া সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের লক্ষ্যে করণীয় বিষয়ে আগামী ২৪ জুন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং দেশের শীর্ষ ওলামা মাশায়েখ, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের সঙ্গেও মতবিনিময় করার ঘোষণা দিয়েছে দলটি।
রেজাউল করীম বলেন, জাতীয় সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না। যার প্রমাণ ২০১৪ এবং ২০১৮ সালের মতো নির্বাচন। তাই সংসদ ভেঙে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চাই।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মাওলানা নুরুল হুদা ফয়েজী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকনসহ অনেকেই উপস্থিত ছিলেন।